রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ক্ষমতা থাকবে সু চির হাতেই!

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন না। আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। এতে সু চির হারানোর বেশি কিছু  নেই। কাগজ-কলমে শীর্ষ পদটি না পেলেও কার্যত তার হাতেই থাকবে ক্ষমতা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গত বছরের নভেম্বরে মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল জয় পায় সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে শুরু হয় দেনদরবার। আলোচনায় ঘুরেফিরে প্রেসিডেন্ট পদের বিষয়টি আসে। সু চির স্বামী ও দুই সন্তান ব্রিটিশ নাগরিক হওয়ায় মিয়ানমারের সাংবিধানিক বাধ্যবাধকতায় তার প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথ খুলতে গত চার মাস ধরে চেষ্টা করেন সু চি। নির্বাচনের আগে সু চি বলেছিলেন, তার দল জয়ী হলে মূল ক্ষমতা তার হাতেই থাকবে।

সর্বশেষ খবর