সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পালমিরা পুনরুদ্ধার করল সিরীয় সেনাবাহিনী

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে প্রাচীন শহর পালমিরা পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠী এমনটাই জানিয়েছে। গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রুশ বিমান হামলার সমর্থন নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী কয়েক দিন ধরে পালমিরার দিকে অগ্রসর হচ্ছিল। সিরিয়ার সরকারি বাহিনী গত বৃহস্পতিবার সেখানে ঢুকে পড়ে বলে খবর বের হয়। এখন পালমিরার পুরো নিয়ন্ত্রণ দেশটির সেনাবাহিনীর হাতে বলে সামরিক সূত্রের ভাষ্য। ‘মরুর মুক্তা’ হিসেবে পরিচিত পালমিরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। পালমিরা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০১৫ সালের মে মাসে পালমিরা দখল করে আইএস। তারা সেখানকার বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মন্দিরসহ অনেক স্থাপনা ধ্বংস করে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শহরের পূর্বাংশে এখনো গোলাগুলি চলছে। বিবিসি।

সর্বশেষ খবর