রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

আইএসের ভারতে হামলার হুমকি

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। গতকাল ভারতীয় গণমাধ্যমে আইএসের হুমকির ২২ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ২০১৪ সালে ভারত থেকে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র ভিডিওতে হামলার এই হুঁশিয়ারি দিয়েছেন। এতে স্থানীয় জঙ্গিদের মাধ্যমে দেশটিতে হামলা চালানো হবে বলে দাবি করা হয়েছে। ভারত এবং দক্ষিণ এশিয়ার ওপর ফোকাস করা আইএসের এটি প্রথম ভিডিও বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। শুক্রবার প্রকাশ করা ওই ভিডিওতে দেশটির মুম্বাইয়ের থানে এলাকার ছাত্র ফাহাদ তানভীর শেখ বলেছেন, তারা ভারতে ফিরে আসবে। কিন্তু হাতে একটি করে তলোয়ার নিয়ে আসবে এবং বাবরি মসজিদ, কাশ্মীর, গুজরাট ও মুজাফফরনগরে মুসলমানদের হত্যার প্রতিশোধ নেবে। ভিডিওতে এ রকম ৫ সন্ত্রাসীর বিবৃতি রয়েছে। এর মধ্যে শুধু ফাহাদ তানভীর শেখের পরিচিতিই প্রকাশ পেয়েছে। নিজেকে সে আবু ওমর আল হিন্দি বলে পরিচয় দিয়েছে। তার সঙ্গে ইরাক এবং সিরিয়ায় যাওয়া আরিব মজিদ ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হেফাজতে রয়েছে। আরিব আইএস ছেড়ে ভারতে ফিরে আসার পর থেকেই এনআইএর হেফাজতে রয়েছে। ভিডিওতে ভারতীয়দের গরু পূজারি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।

সর্বশেষ খবর