রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

বিধ্বস্ত মিসরীয় বিমানের কেবিনে ‘ধোঁয়া শনাক্ত’ হয়েছিল

ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার আগে মিসরীয় যাত্রীবাহী বিমানটির কেবিনে ধোঁয়া শনাক্ত হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। বিমান শিল্প-সম্পর্কিত ওয়েবসাইট দ্য এভিয়েশন হেরাল্ডে এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। তবে তথ্যটি দাফতরিকভাবে নিশ্চিত করা হয়নি। এই তথ্যে বলা হয়, বিমানটির সিগন্যাল হারিয়ে যাওয়ার মাত্র কয়েক মিনিট আগে বিমানের টয়লেটে ও বৈদ্যুতিক ব্যবস্থায় ধোঁয়া শনাক্ত হয়। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রো যাওয়ার পথে ইজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস৮০৪ ৬৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, তারা উড়োজাহাজটির কম্যুনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) এর মাধ্যমে আসা তথ্য তিনটি স্বায়ত্তশাসিত চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করেছে। এসিএআরএস সিস্টেমটি দেখিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ২৬ মিনিটের সময় এয়ারবাস এ৩২০-র টয়লেটে ধোঁয়া শনাক্ত হয়। এক মিনিটি পর ২টা ২৭ মিনিটে বিমানের বৈদ্যুতিক ব্যবস্থা ধোঁয়া শনাক্তের সংকেত দেয়। এসিএআরএস-র শেষ বার্তাটি আসে ২টা ২৯ মিনিটে। এর চার মিনিট পর ২টা ৩৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজ পরিচালনাকারী এয়ারলাইনের জন্য এসিএআরএস নিয়মিতভাবে ফ্লাইটের তথ্য ডাউনলোড করে থাকে। এভিয়েশন সিকিউরিটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্পাদক ফিলিপ বাম বিবিসিকে জানিয়েছেন, কারিগরি সমস্যাও বাতিল করা যায় না। তিনি বলেন, ‘উড়োজাহাজের টয়লেটে ধোঁয়া শনাক্তের পরপরই শনাক্তকারী যন্ত্র ধোঁয়ার সংকেত দিল, আর তিন মিনিট পরই উড়োজাহাজের সিস্টেম বন্ধ হয়ে গেল। তাই এটি ইঙ্গিত দিচ্ছে যে, সম্ভবত কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, ককপিটেও কোনো ধস্তাধস্তির ঘটনা ঘটেনি, বিমানে আগুন লাগাই সম্ভাব্য ঘটনা হতে পারে। তল্লাশি ও উদ্ধাকারী দল এখন উড়োজাহাজটির ফ্লাইট রেকর্ডার খুঁজে পাওয়ার বিষয়টিতে জোর দিচ্ছে। বিবিসি।

সর্বশেষ খবর