অরল্যান্ডো নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় পুরো যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। আর হৃদয়বিদারক এ ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থী প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনায় মুসলমানদের নিয়ে আরেকবার বিরূপ মন্তব্যের খেলায় মেতে উঠেছেন ওই ধনকূবের প্রেসিডেন্ট প্রার্থী। সমকামী ক্লাবে মুসলমান বন্দুকধারীর হামলা এবং এতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের খবর প্রচারের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সরব হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর পরই টুইটারবার্তায় হামলার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্র খুঁজছেন ট্রাম্প। তখনো হামলার কারণ সম্পর্কে বিশ্বের সংবাদমাধ্যমগুলো বিস্তারিত কিছু জানায়নি। টুইটারবার্তায় তিনি বলেন, ‘ইসলামিক জঙ্গিবাদ নিয়ে তিনিই ঠিক বলে যারা সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। আমাদের দৃঢ় ও সতর্ক হতে হবে।’ এর পর পরই এক টুইটারবার্তায় তিনি প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে বলেন, ‘ওবামা কি ইসলামিক জঙ্গিবাদ নিয়ে কোনো কথা বলবেন? এমনটি না করলে অপমানিত হয়ে তার পদত্যাগ করা উচিত।’ —এএফপি