শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ন্যাটোর চোখ রাঙানিকে ভয় পাচ্ছে না তুরস্ক

মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্কে নাটকীয় পরিবর্তন

রাশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত উমিত ইয়াদিম জানিয়েছেন, তুরস্ক কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার অধিকার ন্যাটোর নেই। সম্প্রতি তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের পরিপ্রেক্ষিতে ন্যাটো চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে খবর বের হওয়ার পর এ মন্তব্য করলেন তিনি। যদিও তুরস্কের কোনো কর্মকর্তা কিংবা দেশটির গণমাধ্যম এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিন্তু মস্কোয় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতের এ বক্তব্য থেকে বোঝা যায়, ইউরোপীয় সরকারগুলোর প্রকাশ্য কিংবা গোপন কিছু আচরণের প্রতিক্রিয়ায় তুরস্ক সরকার নতুন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। তুরস্ক রুশ বিমান ভূপাতিত করার পর দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। এরপর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ক্ষমা চাওয়ার পর থেকে আঙ্কারা-মস্কো সম্পর্কে ফের বরফ গলা শুরু হয়। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্টের মস্কো সফরকালে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ও রাশিয়া প্রযুক্তি বিষয়ে সহযোগিতা এবং রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধানে একমত হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান পুতিনের কাছে ক্ষমা চাওয়ার পর ইউরোপীয় সরকারগুলো মস্কো ও আঙ্কারার মধ্যে সম্পর্কোন্নয়নের ব্যাপারে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে। এমন কি তারা অভ্যুত্থান প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে এরদোগানের কঠোর অবস্থানেরও সমালোচনা করেছে। কিন্তু তাদের এসব সমালোচনা প্রেসিডেন্ট এরদোগানের মস্কো সফর থেকে বিরত রাখতে পারেনি এবং তুরস্ক-রাশিয়া সম্পর্কোন্নয়নের পথেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনই এক পরিস্থিতিতে রাশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত বলেছেন, তুরস্ক কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার অধিকার ন্যাটোর নেই। তিনি আরও বলেছেন, ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়টিও পুনর্মূল্যায়ন করা হবে।  এএফপি।

 তবে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ও কুর্দিদের ব্যাপারে তুরস্কের নীতি কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, একরাতে নীতি পরিবর্তন করা সম্ভব নয়। অনলাইন।

সর্বশেষ খবর