শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্যান্সার জয় হচ্ছে

ক্যান্সার জয় হচ্ছে

ক্যান্সারে আক্রান্ত হওয়া মানেই জীবন প্রদীপ নিভে যাচ্ছে, এ ধারণা অনেকটা শেষ হতে চলল। আজকাল শরীরে ক্যান্সার ধরা পড়ার পরও অনেকে বছরের পর বছর বাঁচছেন। আর এর কারণ সঠিক ও উন্নত চিকিৎসা। নতুন এক গবেষণায় দেখা গেছে, ১৯৭০র দশকের শুরুতে ব্রিটেনে ক্যান্সার ধরা পড়ার পরও যারা অন্তত দশ বছর বাঁচতেন সেই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়েছে। অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত অনেক বেশি রোগী এখন বছর দশেক বা তারও বেশি বাঁচছেন। ব্রিটেনের ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের রোসি ডাউনস এর কারণটা ব্যাখ্যা করে বলেছেন, ‘প্রথমত, এখন ক্যান্সারের যেসব চিকিৎসা হচ্ছে তা অনেক উন্নত ও আধুনিক। যেমন, প্রস্টেট ক্যান্সারের আগে চিকিৎসা হতো ওপেন সার্জারির মাধ্যমে আর এখন সেটা কিহোল সার্জারির মাধ্যমেই করা সম্ৎব, যা দেহের জন্য অনেক কম যন্ত্রণাদায়ক ও বেশি সহনীয়।’ রেডিও থেরাপিও ইদানীং অনেক বেশি লক্ষভেদি হয়েছে, ফলে সত্তর বা আশির দশকের তুলনায় মানুষকে এখন অনেক কম পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য করতে হয়।’ ‘তা ছাড়া ক্যান্সার গোড়ার দিকে নির্ণয় করার ক্ষেত্রেও অনেক অগ্রগতি হয়েছে, ক্যান্সার নিয়ে সচেতনতা বেড়েছে, জীবনযাত্রার ধরন শরীরে কী প্রভাব ফেলে মানুষ সেটা জানে তাই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমেছে। ফলে বোঝাই যাচ্ছে, ক্যান্সার মানেই যে সঙ্গে সঙ্গে শেষের দিন ঘনিয়ে আসা নয়। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর