শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লালকেল্লায় মোদির জন্য এলাহি নিরাপত্তা

কলকাতা প্রতিনিধি

লালকেল্লায় মোদির জন্য এলাহি নিরাপত্তা

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য রাখা হচ্ছে এলাহি ব্যবস্থা। সম্ভাব্য জঙ্গি নাশকতা ঠেকাতে ওই দিন লালকেল্লায় বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই প্রথম প্রধানমন্ত্রী নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে প্যারাস্লাইডার ও ড্রোন ডিটেকটর, ৪৪টি ব্লকেডস-এ থাকছে টায়ার কিলার্স। গোটা এলাকায় মোতায়েন থাকবে আধাসামরিক বাহিনী ও দিল্লি পুলিশের ৯ হাজার জওয়ান। কোনো ঝুঁকি না নিয়ে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার কাছাকাছি সব মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হবে। বসানো হচ্ছে ৫০০ সিসি ক্যামেরা। প্রধানমন্ত্রীসহ অনুষ্ঠানে আগত ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায়  রেখে লালকেল্লার বিভিন্ন জায়গায় মোতায়েন রাখা হচ্ছে ৩০০ শার্প শুটার। অনুষ্ঠান মঞ্চের ৫০০ মিটারের মধ্যে থাকছেন এনএসজি, সোয়াট ও বিএসএফের কমান্ডোরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ-এর এক কর্মকর্তা জানান ‘৮ আগস্ট থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত লালকেল্লায় পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিনে একাধিকবার লালকেল্লার অনুষ্ঠানস্থলে তল্লাশি চালানো হচ্ছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াডকে। সবসময় মোতায়েন রাখা হয়েছে কুইক রেসপন্স টিমকে। সিআইএসএফ-এর গোয়েন্দারা দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত তথ্য আদানপ্রদান করছেন। দিল্লি পুলিশের ডিসি (নর্থ) মধুর ভার্মা জানান ‘অ্যান্টি স্যাবোটেজ’ টিম প্রতিনিয়ত পরীক্ষা করে দেখছে এবং অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর