শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনায় ওয়াশিংটনের তীব্র নিন্দা

পশ্চিমতীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইসরায়েলের এই নতুন ৩০০ বাড়ি ও একটি শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে নষ্ট করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান বসতির মধ্যেই নতুন বাড়িগুলো নির্মাণ করা হবে। ইসরায়েল ১৯৬৭ সালে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ইহুদি রাষ্ট্রটি ১০০টির বেশি বসতি নির্মাণ করেছে। প্রায় ৫ লাখ ৭০ হাজার ইসরায়েলি এখানে বাস করছে। আন্তর্জাতিক আইনে এই বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েল তা মানতে নারাজ। হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, ‘ইসরায়েলি সরকারের এই বসতি স্থাপনের ঘোষণা শান্তি প্রচেষ্টার ক্ষতি করল। পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘নতুন বসতিটি হবে বিরতিহীন দখলদারিত্বের বাস্তবতার আরও একটি উদাহরণ। এটা শান্তি অর্জনের লক্ষে ইসরায়েলি অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। কারণ যুক্তরাষ্ট্র গত মাসে ১০ বছরের জন্য ইসরায়েলকে ৩ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ প্রদানে সম্মত হওয়ার পরপরই ইসরায়েল এই ঘোষণা দিল। এএফপি

সর্বশেষ খবর