শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গুতেরেস জাতিসংঘ মহাসচিব পদে জানুয়ারি থেকে

গুতেরেস জাতিসংঘ মহাসচিব পদে জানুয়ারি থেকে

জাতিসংঘের মহাসচিব হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সাবেক প্রধান অ্যান্তোনিও গুতেরেস (৬৭)। তিনি আগামী জানুয়ারি থেকে মহাসচিব পদে বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন। অনেক হিসাব-নিকাশের পর গত পরশু তার নাম ঘোষণা করা হয়। এবার অনেকের ধারণা ছিল হয়তো মহাসচিব হিসেবে কোনো নারীর নাম ঘোষণা করা হবে। আর এবার এ পদের জন্য প্রতিদ্বন্দ্বীও ছিলেন বেশি। ১৩ জন। গুতেরেসকে মহাসচিব ঘোষণা করার পর তাকে স্বাগত জানিয়েছেন বর্তমান মহাসচিব বান কি মুন। গতকাল রোমে তিনি নতুন মহাসচিব সম্পর্কে বলেন, ‘একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে।’

সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত : প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। কিন্তু ১৯৭৬ সালের আগে পর্তুগালে চলছিল স্বৈরশাসন। পাঁচ দশকের ওই স্বৈরশাসনের পর দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় ১৯৭৬ সালে। গুতেরেস সেই সময় রাজনীতিতে প্রবেশ করেন। অল্প সময়ে রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৯২ সালে সোশ্যালিস্ট পার্টির প্রধান হন। ১৯৯৫ সালে নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) প্রধান ছিলেন গুতেরেস। এ বছরের ডিসেম্বরে বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হচ্ছে। এএফপি

সর্বশেষ খবর