শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জার্মানিকে সন্ত্রাসের মদদদাতা বলল এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান বলেছেন, জার্মানি সন্ত্রাসীদের ‘স্বর্গে’ পরিণত হয়েছে। এখান থেকেই সন্ত্রাসের বিচ সবখানে ছড়িয়ে পড়ছে। আর এ জন্য জার্মানিকে ভুগতে হবে। ইতিহাস এর বিচার করবে। বৃহস্পতিবার এরদোয়ান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে জার্মানি। তিন দশক ধরে তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে পিকেকে সশস্ত্র লড়াই চালাচ্ছে আর কট্টর বামপন্থি ডিএইচকেপি-সি তুরস্কে সশস্ত্র হামলা চালিয়ে আসছে। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান আরও বলেন, ‘জার্মানি পিকেকে এবং ডিএইচকেপি-সি গোষ্ঠীগুলোকে দীর্ঘদিন ধরেই সুরক্ষা দিয়ে আসছে আমাদের উদ্বেগের কারণ এটাই।’ এএফপি।

সর্বশেষ খবর