শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোতে অস্ত্রবিরতি

সিরিয়ার আলেপ্পোতে রাশিয়া ঘোষিত একতরফা অস্ত্রবিরতি গতকাল থেকে শুরু হয়েছে। নগরীর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভেঙে ফেলতে বিদ্রোহীরা হামলা জোরদার করা সত্ত্বেও তারা এ অস্ত্রবিরতি ঘোষণা করে।

সিরিয়ার মিত্র দেশ রাশিয়া জানায়, গ্রিনিচ সময় সকাল ৭টায় এটি কার্যকর হবে। মস্কো বুধবার মানবিক দিক বিবেচনা করে ১০ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি ঘোষণা করে।

এক মাসেরও কম সময়ের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় অস্ত্রবিরতির ঘোষণা। এর আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চল ছেড়ে যেতে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের বিদ্রোহীদের উৎসাহিত করতে অক্টোবর মাসের শেষ নাগাদ তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করলেও তা ব্যর্থ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর