শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

লম্বা হওয়ায় বিপাকে

লম্বা হওয়ায় বিপাকে

আফ্রিকার দেশ তানজানিয়ার বারাকা ইলিয়াস লম্বায় সাত ফুট চার ইঞ্চি। উচ্চতা বেশি এই অজুহাতে একটি হাসপাতাল তার চিকিৎসায় অপারগতা প্রকাশ করেছে। ইলিয়াসের ভাষ্য, চোটের কারণে তার কটিতে অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য তিনি দার এস সালামের একটি হাসপাতালে যান। তিনি বেশি লম্বা এমন অজুহাত দেখিয়ে তার চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন চিকিৎসকেরা। ইলিয়াসকে চিকিৎসকরা বলেন, তার দৈর্ঘ্যের সমান কোনো বিছানা হাসপাতালে নেই। উচ্চতার কারণে এক্স-রে করাও সম্ভব নয়। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও ইলিয়াসের দাবির সত্যতা মেলে। ইলিয়াসকে তানজানিয়ার সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি বলা হচ্ছে। তাকে বিদেশে চিকিৎসা করানো যায় কি না, তা ভাবছেন চিকিৎসকরা। ইলিয়াস বলেন, অনেকে তার উচ্চতা দেখে বিস্মিত হন। কিন্তু তার কাছে বিষয়টি স্বাভাবিকই মনে হয়। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর