শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ফেসবুকের সমালোচনায়...

ফেসবুকের ভুয়া খবর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দিয়েছে অভিযোগ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার অভিযোগ, ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এতে সত্য-মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। বেসরকারি ইন্টারনেট মিডিয়া  কোম্পানি বাজফিডের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নির্বাচনের সময় প্রচলিত গণমাধ্যমের প্রচার করা আসল খবরের তুলনায়  ফেসবুকে ভুয়া খবর বেশি বেশি প্রচার পেয়েছে।

কূটনীতিক গ্রেফতার

সাড়ে তিন লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল শ্রীলঙ্কার সাবেক এক কূটনীতিককে গ্রেফতার করা হয়েছে। তিনি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষের পরিবারের সদস্য। এর মধ্য দিয়ে রাজাপক্ষের পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে। রাজাপক্ষের চাচাতো ভাই জালিয়া বিক্রম সূর্যকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।  এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর