বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে পাল্টা হামলা ভারতের

চির বৈরী দেশ ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে সংঘাত লেগেই আছে। এবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। নিহত এক সেনার অঙ্গহানিসহ তিন সেনাকে হত্যার পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা শুরু করা হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। এর আগে ওই তিন সেনা নিহতের ‘চরম প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছিল দেশটি।  গতকালের এই হামলায় পাকিস্তানি সেনা চৌকিগুলো লক্ষ্য করে ভারতীয় বাহিনী ১২০ মিলিমিটারের ভারী মর্টারের গোলা নিক্ষেপ ও মেশিনগান থেকে গুলি করছে বলে জানিয়েছে এনডিটিভি। এ হামলায় অন্তত নয়জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। ভারতীয়  সৈন্যরা পাকিস্তানের একটি বেসামরিক বাস লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে এটিই সর্বশেষ রক্তক্ষয়ী ঘটনা। পুঞ্চ, রাজৌরি, কেল ও মাচিলসহ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (ভারত-পাকিস্তান সীমান্ত) পুরোটাই এখন উত্তপ্ত অঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। উপর্যুপরি হামলার ঘটনায় স্থানীয়ভাবে জবাব দেওয়া আর যথেষ্ট নয় বলে ইঙ্গিত দিয়েছে বাহিনীটি। নিহত সেনাদের অঙ্গহানি গ্রহণযোগ্য নয় এবং এক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া খুব দ্রুত ও ব্যাপক হবে, হামলার মাধ্যমে এই বার্তা সরাসরি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সর্বশেষ খবর