বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

ভায়াগ্রা কিনেছিল...

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের কার্যালয় স্বীকার করল, এ বছর তার আফ্রিকা সফরের সময় এ দফতর থেকে সাড়ে তিনশর বেশি ভায়াগ্রা  কেনা হয়েছিল। তবে তা কোনো যৌন সক্ষমতাহীন ব্যক্তির উত্তেজনা সৃষ্টির জন্য কেনা হয়নি। ভ্রমণের সময় সম্ভাব্য অতি উচ্চতাজনিত অসুস্থতা যাতে না হয়,  সে জন্যই সেগুলো কেনা হয়েছিল। পার্ক জিউন-হাইয়ের কার্যালয়ের মুখপাত্র জাং ইউন কুক ভায়াগ্রা  কেনার কথা গতকাল স্বীকার করেন। এমন সময় এই বিতর্কিত বিষয় নিয়ে প্রেসিডেন্টের দফতর থেকে স্বীকার করা হলো, যখন প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে  দেশটির রাজনীতি। প্রেসিডেন্টের দফতর থেকে ভায়াগ্রা কেনা হয়েছিল, এমন সংবাদ প্রচারের পর দক্ষিণ কোরিয়ার প্রধান অনলাইন সংবাদ পোর্টালে ভায়াগ্রা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দে পরিণত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর