বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

নতুন শান্তিচুক্তি

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সংস্কার করা নতুন একটি শান্তি চুক্তিতে সই করতে যাচ্ছে কলম্বিয়া সরকার। আগের চুক্তিটি গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার মাসখানেকের মধ্যে ওই চুক্তিটি সংস্কার করে নতুন রূপ দিয়েছে দুই পক্ষের মধ্যস্থতাকারীরা। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে  দেওয়া এক টেলিভিশন ভাষণে সংস্কার করা নতুন চুক্তিটি আজ সই করা হবে বলে জানিয়েছে দেশটির  প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। এবারের চুক্তিটি অনুমোদনের জন্য গণভোটের পরিবর্তে কংগ্রেসে  পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিবিসি।

ছয় মাওবাদী নিহত

ভারতের পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এদের কাছে অনেক ভারী অস্ত্র ছিল। এক কর্মকর্তা একথা জানান। পুলিশ জানায়, ভারতের ঝাড়খন্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি লাতেহার এলাকায় গতকাল পুলিশের তল্লাশি চলাকালে হামলার শিকার হওয়ার পর তারাও গুলি চালায়। পুলিশ সুপারিনটেনডেন্ট অনুপ বার্থারে বলেন, ওই এলাকায় ঘন বনভূমি রয়েছে। এএফপি

৩১ লেখকের চিঠি

এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করতে মার্কিন বিদায়ী  প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে খোলা চিঠি লিখেছেন ৩১ জন লেখক। দেশটির সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস গতকাল এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করায় গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে  স্নোডেনের বিরুদ্ধে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) এর হয়ে কাজ করতেন  স্নোডেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর