ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গতকাল সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় সাত ভারতীয় সেনা নিহত হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিন জঙ্গি মারা গেছে বলে দেশটির সেনাবাহিনী জানায়। পৃথক আরেক ঘটনায় জম্মুর রামগড় সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে গোলাগুলিতে আরও তিন জঙ্গির মৃত্যু হয়। ভারতীয় সেনা সূত্রে বলা হয়েছে, জম্মুর কাছাকাছি নাগরোটা সেনাক্যাম্পে জঙ্গিরা সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে এলাকাটিতে পৌঁছায় এবং সেনা ক্যাম্পে হামলা চালায়। অনেকক্ষণ ধরে গোলাগুলি হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সেই সঙ্গে জঙ্গিদের হাতে জিম্মি ১২ সেনা সদস্যসহ ১৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ছুটি ছিল। বিবিসি, দ্য হিন্দু।