শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চে’র সঙ্গে কাস্ত্রোর প্রতীকী পুনর্মিলন

দুজনই মহান বিপ্লবী। দুজনের বয়সেও ছিল বিস্তর তফাৎ। কিন্তু এ দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। এদের একজন ফিদেল কাস্ত্রো অন্যজন আর্নেস্ত্রো চে গুয়েভারা। গত শুক্রবার ৯০ বছর বয়সে মারা গেছেন ফিদেল কাস্ত্রো। আর চে ১৯৬৭ সালে বলিভিয়ায় বিপ্লব করতে গিয়ে মারা যান। গতকাল ফিদেলের দেহভস্ম দেশটির সান্তা ক্লারা নেওয়া হয়েছে। তার সহযোগী বন্ধু অপর বিপ্লবী নেতা চে গুয়েভারার সঙ্গে প্রতীকী পুনর্মিলনের উদ্দেশে কাস্ত্রোর ভস্ম সেখানে  নেওয়া হয়। স্নায়ুযুদ্ধের সময়কার এই বিপ্লবীর কিউবাজুড়ে শেষ সফরের প্রথম বিরতি নেন সেখানে। সান্তা ক্লারা শহরে কিংবদন্তি ‘চে’ গুয়েভারার সমাধিতে ছিল ফিদেলের দেহভস্ম। গতকাল সকাল থেকে বিপ্লবকালীন সেই বারুদগন্ধী পথগুলো পাড়ি দিয়ে  রবিবার সকালে সান্তিয়াগো দ্য ক্যুবায় প্রবেশ করবে দেহভস্মবাহী গাড়িটি।  সেখানেই দেহভস্ম সমাহিত করা হবে। মৃত্যুর পরদিন ফিদেলের শেষ ইচ্ছা  অনুযায়ী  তার লাশ দাহ করা হয়। তার মৃত্যুতে কিউবায় ৯ দিনের শোক চলছে। এএফপি

সর্বশেষ খবর