শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মোদির দফতরের সামনে বিক্ষোভে তৃণমূল, আটক সাংসদরা

দীপক দেবনাথ, কলকাতা

মোদির দফতরের সামনে বিক্ষোভে তৃণমূল, আটক সাংসদরা

সিবিআইর হাতে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আটকের প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। গতকাল দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয় (পিএমও) চত্বরে ঢুকে পড়ে ‘মোদি হটাও-দেশ বাঁচাও’ স্লোগান দিয়েছে তৃণমূল সাংসদরা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও পুলিশের সদস্যরা সাংসদদের বাধা দিতে গেলে ধস্তাধস্তি বেধে যায়। এ সময় একাধিক সাংসদকে আটক করে দিল্লির মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয়। তৃণমূলের সিনিয়র সাংসদ সৌগত রায় বলেন, ‘আমরা এখানে মোদিজির নোট বাতিল এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ জানাতে জড়ো হয়েছি। বিজেপি কি বলল আমরা তাতে একটুও চিন্তিত নই। আমাদের লড়াই চলছে, চলবে’।

সাংসদ সুলতান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন, কালো রুপি উদ্ধারের নামে নাটক করছেন। এটা চলতে দেওয়া যাবে না। মোদিকে সরে যেতেই হবে।’

এদিকে রাজধানী দিল্লিতে গিয়ে কীভাবে তৃণমূলের সাংসদরা ওই কাজ করলেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের এ বিক্ষোভকে বিরোধী রাজনৈতিক দলগুলো কেউই সমর্থন করেনি। এ ঘটনার পর কংগ্রেসের সাংসদ ও দলের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, ‘এটাকে কোনো আন্দোলন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী যেই হোক না কেন সেখানে গিয়ে এভাবে বিক্ষোভ দেখানোর কোনো অর্থ হয় না।

সর্বশেষ খবর