শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আর্থিক কেলেঙ্কারি

পার্ক ও শুইয়ের বিচার শুরু

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ও ঘনিষ্ঠ বন্ধু শুই সুন সিলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মিস শুই গতকাল দেশটির একটি আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেন। তখন নিজের বিরুদ্ধে আনা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। অনেক অন্যায়ের মুখোমুখি হচ্ছেন বলেও আদালতকে জানান শুই। আর প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের মুখোমুখি করানোর লক্ষ্যে পার্লামেন্টের ভোট বিবেচনায় নিয়ে গত মঙ্গলবার থেকেই এ প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। তবে পার্কের অনুপস্থিতিতে ওইদিনের তত্পরতা সংক্ষিপ্ত করা হলেও গতকাল থেকে তা আবার শুরু হয়েছে। ‘বিশেষ অবস্থা’ ছাড়া পার্ক আদালতে হাজির হবেন না বলে তার আইনজীবী আগেই জানিয়েছেন।

তরুণ বয়স থেকেই ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট পার্ক ও শুই সুন সিল। পার্কের বিরুদ্ধে অভিযোগ, সরকারের নানা সিদ্ধান্তে বন্ধু শুইকে অবৈধ প্রবেশাধিকার দিয়েছেন তিনি। সেইসঙ্গে নিজেদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে বিভিন্ন ফাউন্ডেশনের জন্য বিভিন্ন করপোরেশনের কাছ থেকে টাকা আদায়ে বন্ধুকে সুযোগ করে দিয়েছেন। আর সেসব ফাউন্ডেশন থেকে পার্ক লাভবান হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে দুজনই এজন্য জাতির কাছে ক্ষমা চাইলেও আর্থিক কেলেঙ্কারির কথা অস্বীকার করেছেন। পার্ক ও মিস শুইয়ের মধ্যে কোনো ধরনের গোপন সহযোগিতা বা চক্রান্ত নেই বলে শুইয়ের আইনজীবী লি কুং জায়ে গতকাল আদালতকে জানিয়েছেন। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর