শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাক পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ভারত!

১৯৮৪ সালের কথা। ভারত-পাকিস্তান উত্তেজনা তখন তুঙ্গে। ঠিক সে সময় পাকিস্তানের সব পরমাণু কেন্দ্রগুলোতে বোমা হামলার পরিকল্পনা কার্যকরের পথে এগিয়ে গিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশেই এ প্রস্তুতি নিয়েছিল বাহিনীটি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সম্প্রতি প্রকাশিত গোপন নথি। একই বছরের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর সাউথ ব্লক থেকে এই গোপন তথ্য জোগাড় করেছিলেন মার্কিন গোয়েন্দারা। নথি থেকে আরও জানা যায়, ভারত যদি সে সময় হামলা চালাত, তা হলে পরবর্তী বহু বছরের জন্য পাকিস্তানের পরমাণু গবেষণা সম্পূর্ণ থেমে যেত বলে মনে করছিল মার্কিন গোয়েন্দারা।

সর্বশেষ খবর