মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুম্বাই হামলার মূলহোতা গৃহবন্দী

মুম্বাই হামলার মূলহোতা গৃহবন্দী

মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার কথিত মূলহোতা হাফিজ মোহাম্মদ সাইদকে গৃহবন্দী বা নজরবন্দি করা হয়েছে। সাইদকে গতকাল লাহোরের চৌবুরজির জামিয়া কাদসিয়া মসজিদে গৃহবন্দী করা হয় বলে পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজ জানায়। পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি এক প্রতিবেদনে একথা জানায়। খবরে বলা হয়, হাফিজ সাইদকে গৃহবন্দী করা ছাড়াও আরও চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেইসঙ্গে তার সংগঠন জামাত উদ-দাওয়াকেও নিষিদ্ধ করা হতে পারে।  মুম্বাই হামলায় অংশ নেওয়া দশ সন্ত্রাসীর প্রশিক্ষণের ব্যবস্থা হাফিজ সাইদ করেছিল বলে ভারত দাবি করে আসছে। মুম্বাই হামলায় ১৬৪ জনের মৃত্যু হয়েছিল ও আহত হয়েছিল আরও তিন শতাধিক। জিও টিভি

সর্বশেষ খবর