শিরোনাম
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরীয় সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব বিদ্রোহীদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় বিদ্রোহীরা। বিদ্রোহীদের প্রধান জোট হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) মুখপাত্র সালেম আল-মেসলেত  এএফপিকে জানান, আমরা সরকারকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, আমরা প্রস্তাব দিয়েছি পৃথক কক্ষে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার পরিবর্তে জেনেভায় জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি  সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হোক। এতে যেমন সময় বাঁচবে, তেমনি ভিন্ন কক্ষে আলোচনার বদলে মুখোমুখি আলোচনায় এর গুরুত্বও প্রকাশ পাবে। ৩০টিরও বেশি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনের জোট এইচএনসি।

সর্বশেষ খবর