ফ্যানের ব্লেডগুলো ধারাল হওয়ার কারণে টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে আঙ্গুল কিংবা অন্য কিছু না পড়ে। কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সঙ্গে সঙ্গে কেটে যায়। সম্প্রতি ইতালির একটি গেম শোতে অস্ট্রেলিয়ান এক সার্কাস কর্মী ধারাল ফ্যানের ব্লেড থামিয়েছেন জিহ্বা দিয়ে। জো ইলিস নামের ওই নারী সার্কাস কর্মী এক মিনিটে ৩২ বার বন্ধ করেছেন দ্রুতবেগে চলা ৩৫ ওয়াটের দুটি ফ্যান। হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেস বুকে।