শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

ভূমধ্যসাগর থেকে ৩ হাজার অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৩ হাজার অভিবাসন প্রত্যাশী উদ্ধার

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শনিবার পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে বলে গতকাল ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে। ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, নৌবাহিনী, উপকূলরক্ষী, ভূমধ্যসাগরে ইউরোপীয় ইউনিয়নের ইউনাভফর মিশন, ইউরোপীয় সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টটেক্স, এনজিও ও ব্যবসায়ী জাহাজ ২০টি অভিযানে তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া এসব লোক কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে শুক্রবার ভূমধ্যসাগর থেকে আরও তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

এরা রাবারের নৌকা করে লিবিয়া থেকে ইতালি যাওয়ার  চেষ্টা করছিল। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, চলতি বছর সাগরপথে ৪৩ হাজার ৪৯০ জন অভিবাসন প্রত্যাশী ইউরোপ এসে পৌঁছেছেন। আর এই যাত্রাপথে গত ২৬ এপ্রিল পর্যন্ত নিহত বা নিখোঁজের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এএফপি, আলজাজিরা।

সর্বশেষ খবর