শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ৩

ভারতের জম্মু-কাশ্মীরে ফের পুলিশের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। শনিবার রাতের দিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে এক পুলিশ কর্মী ও দুই সাধারণ মানুষ। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক জঙ্গিও। ফৈয়াজ আহমেদ আইস্বর নামে লস্কর-ই-তৈয়বার ওই জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে গ্রেনেড ও প্রচুর গোলাবারুদ। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে কাশ্মীরের উধমপুরে জঙ্গি হামলার ঘটনায় জড়িত ছিল ফৈয়াজ। দীর্ঘদিন তাকে খুঁজছিল ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ। তার মাথার দাম ধার্য করা হয়েছিল দুই লাখ রুপি। গতকাল কাশ্মীরের মীরবাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা যখন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছিলেন, ঠিক সে সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরাও। রাজ্য পুলিশের ডিজি এস পি বেদ জানান, ‘জঙ্গিদের গুলিতে এক পুলিশ কর্মী ও দুই সাধারণ মানুষ নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গি মারা গেছে এবং আরেক জঙ্গি আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা প্রতিনিধি।

সর্বশেষ খবর