সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

জার্মান সেনা ব্যারাকে নাৎসি নিদর্শন, তদন্ত

জার্মানিতে দুটি সামরিক ব্যারাকে হিটলারের নাৎস আমলের নিদর্শন পাওয়া যাওয়ার পর দেশজুড়ে প্রতিটি ব্যারাকে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মান কর্মকর্তারা বলছেন, তারা সৈনিকদের ব্যারাকে হিটলারের সময়কার জার্মান বাহিনীর হেলমেট, ব্যাজ, পিস্তল, ছবি ইত্যাদি খোলাখুলি প্রদর্শিত হতে দেখেছেন। কিন্তু জার্মানিতে নািস যুগের কোনো প্রতীক প্রদর্শন পুরোপুরি নিষিদ্ধ। ইলকার্শ নামে একটি ব্যারাকে সৈনিকদের কমনরুমে দেখা যায় প্রকাশ্যে নািস বাহিনীর স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে। আর দক্ষিণ-পশ্চিম জার্মানির ফুয়েরস্টেনবার্গ-এ এক ব্যারাকে দেখা যায়, দেয়ালে সৈন্যদের ছবি, আরও ছিল নািস যুগের পিস্তল। একটি ক্যাবিনেটে রাখা ছিল হেলমেট এবং সামরিক ব্যাজ। এর পর জার্মান সেনাবাহিনীর ইন্সপেক্টর জেনারেল এ ব্যাপারে অনুসন্ধানের নির্দেশ দেন। জার্মান সেনাবাহিনীর মধ্যে উগ্র দক্ষিণপন্থার প্রসার নিয়ে এর আগে একাধিক কেলেঙ্কারি ঘটেছে। এপ্রিল মাসে সিরিয়ান শরণার্থীর পোশাক পরে বন্দুক নিয়ে আক্রমণ চালানোর চেষ্টার অভিযোগে একজন সেনা লেফটেন্যান্টকে গ্রেফতার করা হয়। ২৮ বছরের ওই সৈন্যটির উগ্র দক্ষিণপন্থি এবং জাতিবিদ্বেষী মানসিকতা ছিল বলে আদালতে বলা হয়। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এগুলোকে আর বিছিন্ন ঘটনা হিসেবে দেখা চলে না এবং নািস প্রতীক সেনা ব্যারাকে প্রদর্শনের এ ঘটনাকে বরদাস্ত করা হবে না। বিবিসি।

সর্বশেষ খবর