শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

হামাসের নতুন প্রধান

হামাসের রাজনৈতিক শাখার প্রধান হলেন ইসমাইল হানিয়া (৫৪)। প্যালেসটাইন মুভমেন্টের বার্তা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রতি আরও সহনশীল দৃষ্টিভঙ্গির ঘোষণা দেওয়ার পর হামাসের রাজনৈতিক শাখায় পরিবর্তনের এ ঘোষণা এলো। আগের রাজনৈতিক প্রধান খালেদ মেশাল আলজাজিরাকে হানিয়ার পদে অধিষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। হামাসের বিবৃতিতেও হানিয়াকে রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করার বিষয়টি জানানো হয়েছে।

বিক্ষোভে শত শত নারী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন শত শত নারী। বিরোধীদলীয় এমপিদের নেতৃত্বে সাদা পোশাক পরা নারীরা রাজধানী কারাকাসে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দমন-পীড়ন চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালে এই ঘটনাকে ‘সহিংস দমন-পীড়ন’ হিসেবে উল্লেখ করেছেন। কয়েক সপ্তাহের এই বিক্ষোভে অন্তত ৩৬ জন মারা গেছে। বিবিসি।

সামরিক ঘাঁটিতে হামলা

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে আইএস জঙ্গিদের চালানো আত্মঘাতী হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। ওই সামরিক ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টারাও ছিলেন বলে গতকাল জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো। শনিবার দিবাগত রাতে দুই জঙ্গি কিরকুকের কে-ওয়ান ঘাঁটির প্রবেশ পথে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর