মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা
পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াই

বিজেপিকে ঠেকাতে মমতাকে পাশে চায় সিপিআইএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এখন অন্যতম লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা। বিশেষ করে সম্প্রতি উত্তর প্রদেশের বিধানসভায় বিজেপির জয়লাভের পর পরবর্তী টার্গেট এ রাজ্য। যা খোলাখুলিভাবেই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ। এ অবস্থায় পশ্চিমবঙ্গে বিজেপির জয় ঠেকাতে পরিকল্পনা আঁটছে রাজ্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসসহ অন্য দলগুলো। এদের একটি সিপিআই (এম)। দলটি রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা ঠেকাতে তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জিকে পাশে রাখার ইচ্ছা ব্যক্ত করেছে। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব এমন আভাস দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে ঠিক এখনই মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছে। সিপিআইর ওই ইচ্ছার কথা এমন এক সময় সামনে এলো যখন সিপিআইর রাজ্য ও কেন্দ্রীয় কমিটির মধ্যে ভারতীয় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার বিষয়ে দ্বন্দ্ব চলছে। গৌতম দেব বলেন, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মমতা যদি সত্যিই সৎ থাকেন তাহলে তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন ও আমরা এ ইস্যুতে কথা বলতে পারি। আমরা নিশ্চিত করতে চাই যে পশ্চিমবঙ্গের বিজেপি যেন একটিও আসন না পায়।’ ‘দলটির বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে পাশে চাই আমরা’, বলেন তিনি। তবে সিপিআইর রাজ্য কমিটির অনেক সদস্যই দেবের এমন মন্তব্যের বিরোধিতা করেছেন। এদিকে,  তৃণমূল কংগ্রেস গৌতম দেবের মন্তব্যের প্রতি তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেছে। দলটির মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, ‘তার মন্তব্য সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ আমরা দেখছি না।’ হিন্দু অনলাইন।

সর্বশেষ খবর