মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

কমবয়সী শরণার্থীদের মরক্কো পাঠাচ্ছে জার্মানি

জার্মানি দেশটিতে আশ্রয় পাওয়া অপ্রাপ্তবয়স্ক শরণার্থীদের মরক্কোতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সেখানে প্রাথমিক পর্যায়ে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় অভিবাসন ও শরণার্থীবিষয়ক এজেন্সি বিএএমএফ এ ধরনের একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটির ফাঁস হওয়া নথির বরাত দিয়ে একটি জার্মান দৈনিক এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে ১০০ অপ্রাপ্তবয়স্ক শরণার্থী থাকতে পারবে। তাদেরকে চিকিৎসাসেবা, পড়াশোনার সুযোগ ও কারিগরি শিক্ষা দেওয়া হবে। আরটি।

সর্বশেষ খবর