বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

ভারতে কৃষক বিক্ষোভে গুলি, নিহত ৫

ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত পাঁচ কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার মান্দসুর জেলায় এ ঘটনা ঘটে। কৃষকদের লক্ষ্য করে কে গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিক্ষোভকারীদের দাবি পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিংহ তাদের এই দাবি নাকচ করে দিয়ে স্থানীয় গণমাধ্যমকে বলেন, পুলিশ গুলি চালায়নি। কৃষকরা তাদের ঋণ মকুফ ও উৎপাদিত পণ্যের ন্যূনতম দাম নির্ধারণের জন্য সরকারের প্রতি দাবি জানায়। তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারকে চাপে রাখতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে। রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের বিক্ষোভ হয়েছে। ভুপেন্দ্র বলেন, বিক্ষোভকারীদের ওপর কে বা কারা গুলি চালিয়েছে তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, তিনি এই ঘটনায় মর্মাহত। তিনি বলেন, আমি ইতিমধ্যেই তাদের সব দাবি গ্রহণ করেছি। তাদের দাবি পূরণ করা হবে। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ভার বহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, চৌহানের রাজ্য সরকার ‘কৃষকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।’ বিবিসি।

সর্বশেষ খবর