শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা
এফবিআই প্রধান কোমি বরখাস্ত

বিচারে বাধা দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত

বিচারে বাধা দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত

এফবিআই-প্রধান জেমস কোমিকে বরখাস্তের মাধ্যমে নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ ও বরখাস্তকৃত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ যোগসূত্রতার তদন্তের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত বাধাদানের তদন্ত চলছে। জেমস কোমিকে গত ৯ মে বরখাস্ত করার কয়েক দিন পরই এ তদন্ত শুরু হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটসহ শীর্ষস্থানীয় কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়টি এফবিআইর তদন্তের  নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির সাবেক প্রধান বিশেষ কাউন্সিলর হিসেবে নিয়োগ পাওয়া রবার্ট মুলার। এদিকে ভুয়া গল্পের উপর ভিত্তি করে তদন্ত চলছে বলে জানিয়ে ট্রাম্প এর সমালোচনা করেছেন। শীর্ষস্থানীয় মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে প্রথম এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, মাইকেল ফ্লিনের সম্ভাব্য রুশ যোগসূত্রতার তদন্ত বাতিল করতে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করেছেন কিনা, এ বিষয়ে এবং জেমস কোমিকে বরখাস্তের বিষয়ে গোয়েন্দা-প্রধানদের একে একে জিজ্ঞাসা করবেন রবার্ট মুলার। এফবিআইর সাবেক পরিচালক জেমস কোমিকে ট্রাম্পের বরখাস্তের পরপরই মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ফ্লিনের তদন্তকাজ বাদ দিতে কোমিকে অনুরোধ করেছিলেন ট্রাম্প। তবে কোমি প্রেসিডেন্টের অনুরোধ না রেখে তদন্তকাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। বিবিসি।

সর্বশেষ খবর