শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

পৃথক গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে উত্তপ্ত দার্জিলিং

কলকাতা প্রতিনিধি

বাংলা ভাষাকে হাতিয়ার করে পৃথক গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে উত্তপ্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পাহাড়ি এলাকা। কয়েক দিন ধরেই পাহাড়ে অস্থিরতা তৈরির মূল অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) প্রধান বিমল গুরুঙ্গর অফিসে গতকাল সকালে অভিযান চালায় পুলিশ। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে গুরুঙ্গের অফিস থেকে প্রচুর পরিমাণ তীর-ধনুক, ছুরি, কাটারি, কোদাল জাতীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় রুপি, বাক্সভর্তি বাজির মসলা, মোবাইল সেটও উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। পুলিশি অভিযান শেষ হতেই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিস্থিতি। পাহাড় থেকে সমতলে নামার সময়ই তাদের ঘিরে ধরে মোর্চার নারী বাহিনীর সদস্যরা। পুলিশকে লক্ষ্য করে চারদিক থেকে ইটবৃষ্টি শুরু করে মোর্চার সমর্থকরা। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী।

সর্বশেষ খবর