বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাসীদের মেসেজিং ঠেকাতে চায় অস্ট্রেলিয়া

সন্ত্রাসী আর অপরাধীদের এনক্রিপটেড মেসেজিং সেবা ব্যবহার ঠেকাতে বড় শক্তিগুলোকে চাপ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ‘ফাইভ আইস’ ইনটেলিজেন্স নেটওয়ার্কের মন্ত্রীদের নিয়ে আসন্ন বৈঠকে এই চাপ দেবে দেশটি। আগামী সপ্তাহে কানাডার অটোয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই বৈঠকে অংশ নেবে। বৈঠকেই তারা সীমান্ত রক্ষা ও সন্ত্রাস ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করবে। খবরে বলা হয়, অস্ট্রেলিয়া পরিষ্কার করেছে যে তারা চায় এনক্রিপটেড যোগাযোগে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি অ্যাকসেস দিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরও অনেক বেশি কিছু করবে। এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল সিনেটর ব্র্যান্ডিস বলেন, ‘সন্ত্রাসী আর অপরাধীদের এনক্রিপশন ব্যবহারের কারণে সৃষ্ট বর্তমান চ্যালেঞ্জগুলো শনাক্তের প্রয়োজনীয়তা আমি তুলে ধরব।’ রয়টার্স।

সর্বশেষ খবর