বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

১.৯ কিলোমিটার লম্বা পিত্জা

১.৯ কিলোমিটার লম্বা পিত্জা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একশোরও বেশি পেশাদার শেফ মিলে ১ হাজার ৯৩০ মিটার লম্বা একটি পিত্জা তৈরি করেছেন। বিশ্বের দীর্ঘতম এই পিত্জা বানাতে লেগেছে ৩ হাজার ৬৩২ কেজি ময়দা, ২ হাজার ৫৪২ কেজি সস এবং ১ হাজার ৬৩৪ কেজি পনির। পিত্জাটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এত লম্বা পিত্জা বানাতে আয়োজনও করতে হয়েছে অনেক ভেবেচিন্তে। বিশাল ময়দার তালকে পিত্জার আকারে একটি লম্বা কনভেয়র বেল্টের ওপর রাখা হয়। এরপর তিনটি ইন্ডাস্ট্রিয়াল ওভেনের মাধ্যমে টানা ৮ ঘণ্টা ধরে তৈরি করা হয় ১৯৩০.৩৯ মিটার লম্বা পিত্জাটি। এটি যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেজন্য প্রতি ১৭ মিনিট অন্তর ওভেন পাল্টে দেওয়া হয়। এর আগে সবচেয়ে বড় পিত্জার রেকর্ডটি ছিল ইতালির দখলে। ১৮৫৩.৮৮ মিটার লম্বা পিত্জা তৈরি করে গিনেস বুকে নাম তুলেছিল তারা।

এদিকে, নতুন গিনেস রেকর্ড করার          পর ১.৯ কিলোমিটার লম্বা এই পিত্জাটির কিছুটা অংশ স্থানীয় খাবারের দোকানে দেওয়া হয়। তবে           পিত্জার বেশির ভাগটাই বিতরণ করে দেওয়া হয় বাস্তুহারা কয়েকশ দরিদ্র মানুষের মধ্যে। এনডিটিভি।

সর্বশেষ খবর