বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মসুলে নারীদের ব্যবহার করছে আইএস

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রধান ঘাঁটি ইরাকের মসুল প্রায় হাত ছাড়া। পুরো শহর দখলে নিতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরাকি বাহিনী। তবে প্রতিরোধের শেষ চেষ্টা হিসেবে নারীদের আত্মঘাতী হিসেবে ব্যবহার করছে। ২০১৪ সালে ইরাকের প্রাচীন শহর মসুল দখল করে একে কার্যত রাজধানীতে পরিণত করে আইএস। এরপর থেকে শহরটি দখলে ইরাকি বাহিনী লড়াই শুরু করে আইএসের সঙ্গে। বেশ কিছুদিন আগে শহরটিতে আইএসের সর্বশেষ আশ্রয়স্থল গ্র্যান্ড আল-নুরি মসজিদ দখল করে নেয় ইরাকি বাহিনী। এএফপি।

সর্বশেষ খবর