বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শুক্রবার সাক্ষাৎ হচ্ছে ট্রাম্প-পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ ঘটতে যাচ্ছে। জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন ৭ জুলাই তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। শুধু আনুষ্ঠানিক নয়, ব্যক্তিগতভাবেও ট্রাম্প-পুতিনের এটা প্রথম সাক্ষাৎ। এ ছাড়া গত দুই বছরে দেশ দুটির প্রেসিডেন্টের মধ্যে এই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের বরাতে জানায়, এটা হতে যাচ্ছে দুই নেতার পরিকল্পিত পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। সিএনএন।

সর্বশেষ খবর