বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভূমধ্যসাগরে ৫০ শরণার্থীর প্রাণহানির শঙ্কা

ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে আলবোরান এলাকায় অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় ৫০ জন মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল  আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। স্পেনের উপকূলরক্ষীরা জানিয়েছেন, মঙ্গলবার সাগরে একটি প্রায় ডুবন্ত রবারের নৌকা থেকে বিধ্বস্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরক্কো থেকে ৫৩ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি স্পেন যাচ্ছিল। নৌকাটির বাকি ৫০ আরোহীর ডুবে গেছে কিনা জানতে চাইলে কোস্টগার্ডের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা তেমনই আশঙ্কা করছি।’ এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া তিন ব্যক্তির বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। তারা সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা। তারা জানিয়েছে, ৫০ জনেরও বেশি লোককে নিয়ে নৌকাটি মরক্কোর উত্তর উপকূল থেকে  ছেড়ে আসছিল।

সর্বশেষ খবর