বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

ডোম পদের জন্য পিএইচডিধারী!

ডোম পদের জন্য পিএইচডিধারী!

চাকরি মরদেহ কাটাকাটির অর্থাৎ ডোমের। যার ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। কিন্তু সেই পদের জন্য আবেদন করেছেন স্নাতকোত্তর, স্নাতক, এমন কী পিএইচডি’র জন্য গবেষণা করছেন এমন এক প্রার্থীও। তাদের একজনের বক্তব্য, সব জেনেই আবেদন করেছেন। বলেন, ‘ডোমের চাকরি তো, তাই ভেবেছিলাম প্রতিযোগিতা কম হবে। চাকরিটা পাওয়ার আশায়ই দরখাস্ত করেছি।’ ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদহ মেডিকেল কলেজের।

ওই কলেজের অধ্যক্ষ প্রতীপকুমার কুণ্ডু বলেন, ‘শব ব্যবচ্ছেদে সহায়তা করতে দু’জন লোক দরকার। আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কিন্তু দেখছি পিএইচডি, স্নাতকোত্তররাও আবেদন করে ফেলেছেন। এটুকু বলতে পারি, আমরা বিস্মিত।’ তবে উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের যে এই কাজে তারা উৎসাহ দেবেন না, তা-ও মোটামুটি বুঝিয়ে দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সহকারী অধ্যক্ষ অমিতকুমার দাঁ বলেন, ‘উচ্চ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাউন্সেলিং করব।’ তার ধারণা, ওই প্রার্থীরা হয়তো বুঝতে পারেননি, ঠিক কী কাজ করতে হবে। তিনি বলেন, ‘সরকারি চাকরির নিশ্চয়তার কথা ভেবেই বোধহয় অনেকে আবেদন করেছেন।’ তবে রোমান হরফে ‘ডোম’ শব্দটি বিজ্ঞাপনে লেখা ছিল। ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, ডোমের কাজ কিন্তু সহজে করা যায় না। তা-ও শিখতে হয়।

সর্বশেষ খবর