সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
চীনের হুমকি

দোকলাম থেকে সরতেই হবে ভারতীয় সেনাকে

চীন, ভারত ও ভুটান সীমান্তের দোকলাম এলাকায় মাসখানেক ধরে চীন ও ভারতের বাহিনী পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়ে আছে। আলোচনার মাধ্যমে দোকলাম সমস্যার সমাধান চাচ্ছে নয়াদিল্লি। সংকট মেটাতে আগামী সপ্তাহেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে বেইজিং সফরে যাওয়ার কথা পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের।

তার আগেই ফের দোকলাম ইস্যুতে ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে চীন। শনিবার সে দেশের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, দোকলাম বিতর্কে আলোচনার কোনো জায়গা নেই। ভারত দোকলাম থেকে সেনা প্রত্যাহার না করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে হুমকিও দেওয়া হয়েছে সেখানে। সংবাদ সংস্থা জিনহুয়া বলেছে, ‘দোকলাম এলাকা থেকে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে। সেনা প্রত্যাহারের ব্যাপারে চীন বার বার আহ্বান জানিয়েছে। কিন্তু ভারত এই আর্জি মানতে অস্বীকার করেছে।’  টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর