শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সৌদি রাজপ্রাসাদ

২১ জুন রাতে যা ঘটেছিল

২১ জুন রাতে যা ঘটেছিল

ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ২১ জুন রাতারাতি নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনের নতুন উত্তরাধিকারী করেন সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান। এর এক সপ্তাহ পরই খবর বের হয় যে, বাদশাহর নির্দেশে জেদ্দায় নিজ বাসভবনে মোহাম্মদ বিন নায়েফ কার্যত গৃহবন্দী। রাজপরিবার একথা অস্বীকার করলেও ক্ষমতার পালাবদল থেমে থাকেনি। আরব বিশ্বের প্রভাবশালী এই দেশটিতে ক্ষমতার পালাবদলের ওই রাতের বিস্তারিত বিভিন্ন সূত্রের বরাতে তুলে ধরার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। নিচে সেসব ঘটনা ও এসব ক্ষেত্রে কার কী ভূমিকা ছিল তা তুলে ধরা হলো :

রাজ প্রাসাদে যা হয়েছিল : সূত্রমতে, ২১ জুন রাত ১১টার দিকে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়। এর ঘণ্টা চারেক আগে মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে ফোন পান বিন নায়েফ। ফোনে সালমান বলেন, বাদশাহ সালমান তার সঙ্গে দেখা করতে চান। বাদশাহর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই নায়েফকে সরিয়ে দেওয়া হয়। পরে চিঠি দিয়ে সংশ্লিষ্টদের বৈঠকের বিষয়টি জানানো হয়। চিঠিতে রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলের ৩৪ সদস্যের মধ্যে তিনজন বাদে সবাই স্বাক্ষর করেন। এর মাধ্যমেই ভাতিজাকে সরিয়ে নিজের ছেলেকে নতুন ক্রাউন প্রিন্স বানানোর পথ খুলে যায় বাদশাহর। চিঠিতেও বাদশাহর এ খায়েশের আভাসও ছিল। উদ্ভূত পরিস্থিতিতে রাতভর ভাবনাচিন্তার পর হাল ছেড়ে দেন বিন নায়েফ। প্রাসাদের উপদেষ্টাকে বাদশাহর সঙ্গে দেখা করতে চান বলে জানান। পরে বাদশাহর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে পদত্যাগে রাজি বলে জানিয়ে কাগজে সই করেন। ততক্ষণে সালমানের সঙ্গে তার ছবি ও শাহি ফরমান রাজপ্রাসাদ থেকে ছড়িয়ে দেওয়া হয় গণমাধ্যমে। বদৌলতে সবাই জেনে যায় বিন নায়েফের বিদায় এবং নতুন যুবরাজের খবর। এদিকে, ভোরে জেদ্দায় নিজ বাসভবনে ফিরেই কার্যত গৃহবন্দী হন বিন নায়েফ। এখন পরিবারের সদস্য ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করাও চলবে না তার। রয়টার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর