মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নেতৃত্ব নিয়ে সংকটে তেরেসা মে!

ব্রিটেনে কনজারভেটিভ দলের সরকার গঠন হয়েছে মাসখানেক হতে চলল। এর মধ্যেই নেতৃত্ব নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের। নিজ দলেই বিদ্রোহের মুখে পড়ছেন মে। এরই মধ্যে তার ওপর অনাস্থা প্রকাশের একটি চিঠিতে স্বাক্ষর করতে দলের কমপক্ষে ১৫ জন এমপি সম্মতি দিয়েছেন। ইন্ডিপেনডেন্ট অনলাইন জানায়, যদি এভাবে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হয় তাহলে আরেকটি সাধারণ নির্বাচনের দিকে যেতে হবে ব্রিটেনকে। এ ছাড়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশনের বিরতির সময়টা তার ভবিষ্যতের জন্য হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ।

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে প্রয়োজন হবে কমপক্ষে ৪৮ জন এমপির সম্মতি। কিন্তু বিদ্রোহী শিবিরে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে ১৫ জনকে। এতে বলা হচ্ছে নেতৃত্ব চ্যালেঞ্জের সঙ্গে থাকা এমপিদের তেরেসা মে বলেছেন, হয়তো তিনি থাকবেন না হয় জেরেমি করবিন। তার এ বক্তব্যের পর নেতৃত্ব চ্যালেঞ্জের বিষয়টি উঠে এসেছে। সাবেক একজন মন্ত্রী দ্য সানডে টাইমসকে বলেছেন, ব্রিটেনে কি ঘটছে তার ওপর ভিত্তি করে বিদ্রোহ করা এসব এমপির সংখ্যা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। এখন পর্যন্ত ১৫ জন এমপি আছেন যারা নেতৃত্ব পরিবর্তনের ইচ্ছা পোষণ করেন। এ অবস্থায়  প্রধানমন্ত্রী যদি ভালোয় ভালোয় গ্রীষ্মটা পার করে দিতে পারেন আর কোনো সঙ্কট না থাকে, কোনো অব্যবস্থাপনা না হয় তাহলে তিনি দলীয় সম্মেলন পর্যন্ত টিকে থাকতে পারেন। ওদিকে কনজার্ভেটিভ দলের নেতৃত্ব প্রশ্নে মের স্থানে প্রার্থী তালিকায় শীর্ষে রয়েছেন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

সর্বশেষ খবর