শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কান্দাহারে সেনাঘাঁটি দখল করেছে তালেবান

নিহত ২৬ সেনা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কান্দাহারের নিকটবর্তী খাকরেজ অঞ্চলে দেশটির একটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান জঙ্গিগোষ্ঠী। মঙ্গলবার রাতে চালিত এক হামলায় ঘাঁটিটি দখল করে তালেবানরা। এ সময় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ২৬ আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে বিভিন্ন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ খবর পর্যন্ত ওই ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের সঙ্গে আফগান সেনাদের লড়াই অব্যাহত ছিল। সেখানে অতিরিক্ত সেনাসদস্য পাঠানো হয়েছে। আফগান তালেবান জানিয়েছে, খাকরেজ অঞ্চলে অবস্থিত ওই সেনাঘাঁটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সাম্প্রতিক সময়ে তালেবানের কাছে দেশটির সেনাদের ধারাবাহিক পরাজয়ের এটা হচ্ছে সর্বশেষ ঘটনা। এর আগে কান্দাহারের পার্শ্ববর্তী হেলমান্দ প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এদিকে, তালেবানের সঙ্গে মঙ্গলবার রাতের লড়াইয়ে নিহত সেনার সংখ্যা ৪০’র অধিক বলে দেশটির একটি গোয়েন্দা সূত্র বিবিসিকে জানিয়েছে। একটি সূত্র জানায়, নিহত ৩০ সেনার লাশ কান্দাহারে স্থানান্তর করা হয়েছে। তবে তালেবানের দাবি, ওই লড়াইয়ে অন্তত ৭০ সেনা নিহত হয়েছেন এবং তারা ৭ সেনাকে আটক করেছে। বিবিসি।

সর্বশেষ খবর