বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

এর আগে অনেক পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ জন্য বিভিন্ন সময় নানা নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক বিশ্ব। কিন্তু সব কিছুকে তুচ্ছ করে এবার এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি, যা জাপানের ওপর দিয়ে উত্তর মহাসাগরে গিয়ে পড়ে।  ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেক দেশের উত্তেজনা চলছে। এর মধ্যে নতুন করে ঘি ঢেলে দিয়ে আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

স্থানীয় সময় গতকাল ভোর ৬টার দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। জাপানের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে তিন খণ্ড হয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমায় প্রবেশ করলে লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদে আশ্রয় নেয়। তবে জাপানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার এ ধরনের পদক্ষেপকে ‘নজিরবিহীন’ হুমকি বলে উল্লেখ করেছেন। এর ফলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি। আবে বলেন, জাপান সরকার দেশের মানুষকে রক্ষার    সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে উত্তর কোরিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সব ব্যবস্থাই টেবিলে রাখা হয়েছে।’  হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব উত্তর কোরিয়ার বার্তা সুস্পষ্ট ও উচ্চ আওয়াজে পেয়েছে। বিবিসি, সিএনএন।

 

সর্বশেষ খবর