শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বেনজির হত্যা মামলা

রায় চ্যালেঞ্জ করে দুই পুলিশ কর্মকর্তার আপিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দণ্ড পাওয়া দুই পুলিশ কর্মকর্তা তাদের রায়ের বিরুদ্ধে লাহোর হাই কোর্টে আপিল করেছেন। ৩১ আগস্ট রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত বেনজির হত্যা মামলায় রায় দেয়। এতে দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা ত্রুটির কারণে অ্যাডিশনাল পুলিশ মহাপরিদর্শক সউদ আজিজ ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ খুররম শেহজাদের প্রত্যেককে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি করে জরিমানাও করা হয়। এ ছাড়া রায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট সেনাপ্রধান পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার সব সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত। আপিলে দুই পুলিশ কর্মকর্তার সাজা বাতিল করে তাদের মুক্তির আবেদন জানানো হয়েছে। ডন নিউজ।

সর্বশেষ খবর