বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাপানের প্রধানমন্ত্রীকে নিয়ে মসজিদ দর্শন মোদির

কলকাতা প্রতিনিধি

ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে আহমেদাবাদে ষোড়শ শতাব্দীতে তৈরি সঈদ নি জালি মসজিদ পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু স্থাপত্যকলার বিশেষত্ব হিসেবেই নয়, আহমেদাবাদ শহরের অন্যতম দর্শনীয় স্থানটি ঘুরে দেখেন মোদি-আবে। গতকাল বিকালে মসজিদে যান তারা। সেখানে গিয়ে আবের কাছে ওই মসজিদের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন মোদি। পরে সূর্যাস্তের বিপরীতে দাঁড়িয়ে দুই রাষ্ট্র নেতা ছবিও তোলেন।

গুজরাটের বহুধর্মী সংস্কৃতির অন্যতম প্রতীক এই মসজিদ। হিন্দু-মুসলমান সংস্কৃতির মিলনে অন্যতম অনুঘটকও বটে। মসজিদটি তৈরি করেছিলেন ইয়েমেনের নাগরিক সিদি সঈদ।

সর্বশেষ খবর