শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় মাদ্রাসায় আগুন ২১ ছাত্রসহ ২৩ জনের মৃত্যু

মালয়েশিয়ায় মাদ্রাসায় আগুন ২১ ছাত্রসহ ২৩ জনের মৃত্যু

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক মাদ্রাসায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১০ জন যাদের মধ্যে চারজনের অবস্থা মারাত্মক। নিহতদের মধ্যে ২১ জনই ছেলে শিক্ষার্থী যাদের বয়স ১৩ থেকে ১৭ বছর। বাকি দুজন শিক্ষক। গতকাল সকালে শহরটির তাহফিজ দারুল কোরআন ইত্তিফাকিয়াহ মাদ্রাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে অবশ্য নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছিল স্থানীয় গণমাধ্যম। কুয়ালালামপুর পুলিশ জানায়, মাদ্রাসার আবাসিক হোস্টেলে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হোস্টেলের জানালায় ধাতব গ্রিল থাকায় শিক্ষার্থীরা এর ভিতরে আটকা পড়ে। ফলে শিক্ষার্থীরা বের হতে না পারায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। বার্তা সংস্থা এএফপি কুয়ালালামপুর ফায়ার বিভাগের পরিচালক খায়রুদ্দিন দ্রাহম্যানের বরাতে জানিয়েছে, গত ২০ বছরের মধ্যে মালয়েশিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে নিহতদের সবার মরদেহ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে বলে শহরটির পুলিশ প্রধান অমর সিং জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাদ্রাসাটিতে কেবল একটি প্রবেশপথ ছিল, তাই সেখানে আটকে পড়া শিক্ষার্থীরা বের হতে পারেনি।’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। আর সরকারের একজন মন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। বিবিসি।

সর্বশেষ খবর