রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
উনের ঘোষণা

যে কোন মূল্যে পারমাণবিক লক্ষ্য পূরণ করবে উত্তর কোরিয়া

যে কোন মূল্যে পারমাণবিক লক্ষ্য পূরণ করবে উত্তর কোরিয়া

যে কোনো মূল্যে উত্তর কোরিয়ার পারমাণবিক লক্ষ্য পূরণ করবেন দেশটির নেতা কিম জং-উন । তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক শক্তির ‘ভারসাম্য’ প্রতিষ্ঠা করা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি জানায়, পারমাণবিক লক্ষ্য পূরণে নিজের প্রতিশ্রুতির কথা দৃঢ়ভাবে জানিয়েছেন কিম। তিনি বলেন, আমেরিকাকে দেখিয়ে দিতে চাই যে, ‘নিষেধাজ্ঞা ও অবরোধের পরও কীভাবে উত্তর কোরিয়া তার পারমাণবিক মিশন শেষ করে।’ জাপানের ওপর দিয়ে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর কিম এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কেসিএনএকে দেওয়া সাক্ষাৎকারে কিম আরও বলেন, উত্তর কোরিয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজেদের সামরিক বাহিনীর ভারসাম্য আনা, যাতে মার্কিন শাসকেরা বিকল্প হিসেবে সামরিক বাহিনী নিয়ে কথা বলার সাহস না পান। পরমাণু অস্ত্র ব্যবহার করে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকির পরদিন শুক্রবার উত্তর কোরিয়া হুয়াসং-১২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। আর এর পরেই এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিম। উত্তর কোরিয়ার নেতা দাবি করেছেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সে দেশের পরমাণু অস্ত্র কর্মসূচিকে পরিপূর্ণতা দেওয়ারও ঘোষণা দেন তিনি।

যুক্তরাষ্ট্রের হুমকি প্রদান বন্ধ করতে   হবে : উত্তর কোরিয়া ইস্যুতে হুমকি প্রদান থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চুই তিয়ানকাই। এ ইস্যুর সমাধানে সংলাপ ও আলোচনা পুনরায় শুরু করতে     দেশটির আরও বেশি কিছু করা উচিত বলেও জানিয়েছেন তিনি। চীনের জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত চুই। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল এ কথা জানায়।  বিবিসি।

সর্বশেষ খবর