রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
নির্বাচন কমিশন অবমাননার মামলা

ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ

ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করে নির্বাচন কমিশনের সামনে আগামী ২৫ সেপ্টেম্বর হাজির করার জন্য ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দিয়েছে কমিশনটি। ইসলামাবাদ পুলিশের এসএসপি (অপারেশন্স) বরাবর লেখা এক চিঠিতে শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবমাননার এক মামলায় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের বিরুদ্ধে গ্রেফতারের এ নির্দেশনা এলো। অবশ্য গত বৃহস্পতিবারই এ মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কমিশন। ওই মামলায় শোকজ নোটিসের জবাব দিতে কমিশনের সামনে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়েছিল। সেই সঙ্গে পিটিআই প্রধানকে এক লাখ রুপির স্যুয়ারটি বন্ড দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ফের আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল। ইসলামাবাদ পুলিশ বরাবর লেখা ওই চিঠিতে নির্বাচন কমিশন জানায়,  জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৭৬’র  (রেপ্রিজেনটেশন অব পিপলস অ্যাক্ট) ১০৩-এ ধারায় ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশন অবমাননার অভিযোগ আনা হয়েছে। ডন নিউজ।

সর্বশেষ খবর